স্বামি-স্ত্রী ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামির গালে ঠাস করে এক্টা চড় মারলো।
স্বামিঃ তুমি কি চড়টা সিরিয়াসলি মেরেছ নাকি ইয়ার্কি করে মেরেছ?
স্ত্রীঃ সিরিয়াসলিই মেরেছি।
স্বামিঃ তাহলে আজ বেঁছে গেলে। তুমি তো জানো, ইয়ার্কি আমি একদম পছন্দ করি না...
1 comments for "(বাংলা জোক্স) ইয়ার্কি একদম পছন্দ করি না।"
Very funny !