একবার স্বর্গের দেবতারা আর নরকের শয়তানেরা মিলে ক্রিকেট খেলবে বলে ঠিক করেছে। স্বর্গের দেবতারা খেলায় জিত নিয়ে খুবই আত্মবিশ্বাসি। কারন খুব ভালো ভালো ক্রিকেটাররা স্বর্গে তাদের সংগেই আছেন। কিন্তু শয়তানদের এ নিয়ে খুব বেশি চিন্তিত দেখা গেল না। তাদের নিশ্চিন্ত ভাবভঙ্গি দেখে এক দেবতা এক শয়তানকে ডেকে বললো, কি ব্যপার? ভালো ভালো ব্যাটসম্যান তো সব আমাদের এখানে। কিন্তু তোমাদের বিশেষ চিন্তিত মনে হচ্ছে না। শয়তান সাথে সাথে দাঁত বের করে শয়তানি হাঁসি দিয়ে বললো, তোমাদের যতই ব্যাটসম্যান থাকুক, আম্পায়ারগুলা তো সব আমাদের এখানে...
1 comments for "(বাংলা জোক্স) আম্পায়ার তো আমাদের"
many many thanks .