খ্যাঁচা মিয়ার ছোটবেলার কাহিনী। পোলাডা একদিন দেখে এক বড় ভাই একটা মেয়েরে চুমু দিচ্ছে। বাসায় এসে খ্যাঁচা মিয়া মারে কয়
- চুমা দিলে কি হয়?
“ওর মা ত খুব কড়া। সে চায় পোলা ভালা থাকুক। এইসব পাপ যাতে না করে তাই ডর দেখানের লাইগ্যা খ্যাঁচা মিয়ার মা কইল,
- চুমা দেয়ার পর পোলাগুলার শরীর আস্তে আস্তে পাথর হইয়া যায়, পরে মাটিত পইড়া মইরা যায়।
খ্যাঁচা মিয়া কয়
- সত্যি?
- হ্যা।
খ্যাঁচা মিয়া আস্তে আস্তে বড় হয়। যুবক হইলে একদিন এক মাইয়ার সাথে কথা হয়। কথায় কথায় সম্পর্ক হয়।
মেয়েটা একদিন খ্যাঁচা মিয়ারে চুমা দিতে চায়। খ্যাঁচা মানা করে। আমার আম্মা কইছে মেয়েদের চুমা দিলে আমি মারা যামু।
- বোকা! আসো।
বলে মেয়েটা এগিয়ে একটা চুমা দিল। চুমা শেষ না করতেই করতেই খ্যাঁচা মিয়া, আম্মা ঠিকই কইছিল বলে মাটিতে শুয়ে গড়াগড়ি দেয়া শুরু করছে।
- কি হইছে?
আল্লাহ রে। আমি পাথর হইয়া মইরা যামু। তোমারে চুমা দিতে না দিতেই আমার শরীরের একটা অংশ শক্ত হওয়া শুরু করছে।
1 comments for "(বাংলা জোক্স) আমি পাথর হইয়া মইরা যামু।"
ভেরি গুড